এবার ভারতের কাছে ৫০ রানে হারলো বাংলাদেশ

টি-টোয়েন্টি বিশ্বকাপে আগে চারবারের দেখায় প্রত্যেকবার বাংলাদেশকে হারিয়েছিল ভারত। এবার ‘এক্সট্রা অর্ডিনারি’ পারফরম্যান্স করে সেই ব্যর্থতার বৃত্ত ভাঙতে চেয়েছিল বাংলাদেশ। টসে জিতে বোলিং নিয়ে কম রানে আটকাতে চেয়েছিলেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। কিন্তু পুরো টুর্নামেন্টে দারুণ বোলিং করা বোলারদের নিস্ক্রিয় করে ভারত বড় লক্ষ্য দেয়।

  • সংক্ষিপ্ত স্কোর: ভারত ২০ ওভারে ১৯৬/৫
  • বাংলাদেশ: ২০ ওভারে ১৪৬/৮ (লক্ষ্য ১৯৭ রান)
  • ফল: ভারত ৫০ রানে জয়ী।

বাংলাদেশের ব্যাটাররা তাদের খোলস ছেড়ে বেরিয়ে আসতে পারেননি। ৫০ রানে হেরে গেছে বাংলাদেশ। সুপার এইটে টানা দ্বিতীয় জয়ে সেমিফাইনালে এক পা দিয়ে রাখলো ভারত। আফগানিস্তান পরের ম্যাচে হার না এড়ালে অস্ট্রেলিয়াকে সঙ্গে নিয়ে সেরা চারে উঠবে রোহিত শর্মার দল। কয়েক ঘণ্টা পর অজিদের মুখোমুখি হবে আফগানরা।

অ্যান্টিগায় মোস্তাফিজুর রহমান ও সাকিব আল হাসানদের ওপর চড়াও হয়ে ভারত করে ১৯৬ রান। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অ্যান্টিগায় রেকর্ড রান তোলে তারা। জিততে হলে বাংলাদেশকে রেকর্ড গড়তে হতো। শুরু থেকে তানজিদ হাসান তামিম ও লিটন দাস মেরে খেলতে চেয়েছিলেন।

ছক্কা মেরে আগ্রাসী হয়ে ওঠার আভাস দিয়েই আউট হন লিটন। এরপর তানজিদ ও নাজমুল হোসেন শান্ত প্রতিরোধ গড়েন। কুলদীপ যাদব ব্রেকথ্রু করেন। টানা তিন ওভারে তিন উইকেট নেন ভারতীয় স্পিনার।

তাতেই বাংলাদেশের হার সময়ের ব্যাপার হয়ে দাঁড়ায়। শান্ত একাই লড়াই করছিলেন। ইনিংস সেরা ৪০ রান করেন তিনি। শেষ দিকে রিশাদ হোসেন ক্যামিও ইনিংস খেলে হারের ব্যবধান কমান। ১০ বলে ১ চার ও ৩ ছয়ে ২৪ রান করেন তিনি। দ্বিতীয় সর্বোচ্চ ২৯ রান আসে তানজিদের ব্যাটে। বড় লক্ষ্যে নেমে বাংলাদেশ থামে ৮ উইকেটে ১৪৬ রানে।

ভারতের পক্ষে বুমরা দুর্দান্ত বোলিং করেন। ৪ ওভারে ১৩ রান দিয়ে নেন ২ উইকেট। কুলদীপ ৪ ওভারে ১৯ রান দিয়ে সর্বোচ্চ ৩ উইকেট পান।